Albumin আমাদের রক্তে শুধুমাত্র প্রবাহিত হয়না। দেহের সর্বমোট Albumin এর ৪০% থাকে intravascular space এবং ৬০% থাকে interstitial/extravascular space এ। তাই যদি আমরা Albumin প্রদান করি রোগীকে তাহলে এটি bloodstream থেকে বের হয়ে টিস্যুতে চলে যায়। তাই হিসাবটা দাঁড়ায় 1–1.5 grams of albumin per kg body weight প্রয়োজন 1 g/dL বৃদ্ধি করার জন্য।
তাই কারও শরিরের ওজন যদি ৩০ কেজি হয়ে থাকে তবে তার Albumin 1 g/dL বৃদ্ধির জন্য জন্য প্রয়োজন ৩০×১.৫= ৪৫ grams of albumin প্রয়োজন।
এখন আসি আমরা কি এই ঘাটতি FFP দিয়ে পূরণ করতে পারব?
প্রথমেই জানা দরকার প্রতি ব্যাগ FFP তে কতটুকু Albumin থাকে।
হিসাব মতে প্রতি ব্যাগে (200–250 mL) থাকে 2.5 to 5 grams of albumin.
ধরে নিলাম এতে সর্বোচ্চ পরিমানে রয়েছে মানে 5 g.
যেহেতু রোগীর ৪৫ grams of albumin প্রয়োজন তাই এই রোগীর জন্য FFP ব্যাগ দরকার
৪৫/৫= ৯ ব্যাগ
প্রতি ব্যাগে যদি ২০০ মিলি FFP থাকে তাহলে ৯ ব্যাগে থাকবে= ৯×২০০=১৮০০ মিলি
৩০ কেজি ওজনের শরিরে যতটুকু রক্তের পরিমান থাকে তার মাঝে এই পরিমান FFP ট্রান্সফিউশন করা মোটামুটি অসম্ভব, আবার এই পরিমান ছাড়া 1 g/dL বৃদ্ধি করা সম্ভব নয় বৈজ্ঞানিক হিসাবে।