কেন রক্তদানের পর হাত সোজা রাখা উচিত?

রক্তদানের সময়ে যে সুঁই ব্যবহার করা হয় তার সাইজ মূলত ১৬ G আকারের। সেটি যখন শরির থেকে বের করা হয় তখন ছোট একটা টানেলের মত সৃষ্টি করে ভেইন এবং বাইরের সাথে। এটি বন্ধ করার জন্য প্রাথমিক ভাবে প্লেটলেট সেখানে গিয়ে প্লাগ তৈরি করে (primary hemostasis)। এই কাজটা করতে সময় লাগে ২-৫ মিনিট। এরপর সেখানে stable fibrin clot (secondary hemostasis) তৈরি হয়ে পরিপূর্ণভাবে জায়গাটা বন্ধ করে। এটা করতে সময় লাগে ২০-৩০ মিনিট।
তাই রক্তদানের পর যেখানে সুঁই প্রবেশ করান হয় সেখানে ৫-১০ মিনিট চাপ দিয়ে ধরে রাখতে হয় যাতে প্লেটলেট সঠিকভাবে কাজটা করতে পারে। প্লেটলেট সঠিকভাবে সেখানে পৌঁছানর জন্য হাত সোজা রাখা উচিত। যদি ভাঁজ করে রাখা হয় তাহলে ঐ জায়গার মাংশ ও চামড়া দুইটাই নড়ে যায় ফলে সৃষ্ট টানেল পুনরায় খুলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। ফলে স্বল্প আকারে রক্ত চামড়ার নীচে জমা হতে শুরু করে।
আবার যদি আমরা রক্তদানের পর সেই হাতে কাজ করা শুরু করি তাহলে fibrin clot তৈরি হওয়ার সুযোগ পায়না। তাই প্রথম ৩০-৬০ মিনিট পর্যন্ত হাত সোজা রেখে ব্যবহার না করাই উত্তম।
যদি কোনও কারনে রক্ত চামড়ার নীচে জমে কালো হওয়ার শুরু হয় তবে প্রথম ২৪ ঘণ্টার মাঝে এটি দেখলে বরফ শেক দিতে হয়। এতে Vasoconstriction হয়ে metabolic activity কমিয়ে দেয় এবং inflammation কে নিয়ন্ত্রণ করে।
এরপর (প্রথম ২৪ ঘণ্টা পর) গরম শেক দেওয়া যাবে। এতে করে ঐ জায়গায় রক্ত চলাচল বৃদ্ধি পায় ফলে যে রক্ত ঐ জায়গায় আটকে রয়েছে তাতে enzyme activity বৃদ্ধি পায় এবং দ্রুত পরিস্কার হয়ে যায়।
এরপরও যদি সমাধান না আসে তবে অবশ্যই সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকের যোগাযোগ করাই নিরাপদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *