রক্ত রাখার ফ্রিজ আলাদা কেন দরকার?

ব্লাড ব্যাগ কি সাধারন ফ্রিজ যেটাকে আমরা Domestic/Kitchen রেফ্রিজারেটরে রাখার সুযোগ রয়েছে? এক কথায় বললে একেবারেই নেই।
Domestic/Kitchen ফ্রিজ মূলত Natural convection কে অনুসরণ করে তৈরি করা। যখন ফ্রিজের দরজা খোলা হয় তখন বাইরের বাতাস নির্দ্বিধায় ভিতরে ঢুকে যেহেতু ভিতরের তাপমাত্রা কম থাকে। এই বাতাস তুলনামূলক ভাবে গরম থাকে তাই এটি ফ্রিজের উপরের দিকে চলে যায় যেহেতু ঠাণ্ডা বাতাস ভারি হওয়ায় সেটি নিচের দিকে অবস্থান করে। এধরনের ফ্রিজে কয়েল মূলত যেখানে থাকে তার খুব কাছাকাছি ঠাণ্ডা হওয়ার প্রবণতা বেশি থাকে যেহেতু এতে Forced-air circulation (fans and ventilators) থাকেনা। তাই কয়েলের কাছাকাছি অংশে যে ব্যাগ থাকে তার তাপমাত্রা ক্ষেত্র বিশেষে শূন্য ডিগ্রির কাছাকাছি হওয়ার সুযোগ থাকে যাতে রেড সেল ভেঙ্গে যায়। খালি চোখে দেখা যায়না বলে বিপত্তি ঘটে ট্রান্সফিউশনের সময়ে।
ফ্রিজের যে অংশ দরজার কাছাকাছি থাকে সেটি স্বাভাবিক ভাবেই সবচেয়ে গরম থাকে।
ব্লাড ব্যাগের তাপমাত্রা ৬ ডিগ্রির বেশি হওয়ার সুযোগ নেই এতে বেশ কিছু পরিবর্তন ঘটে।
১। RBCs metabolically বেশি active হয়,
২। ফলে বেশি পরিমান adenosine triphosphate (ATP) দ্রুত গ্রহন করে, যা membrane stability জন্য অত্যাবশ্যক।
৩। উপযুক্ত পরিমান ATP ছাড়া , RBC membranes দুর্বল হয়ে যায় ফলে ভেঙ্গে যাওয়ার রাস্তা তৈরি করে,
৪। অনেক সময়ে RBCs অনেক stiff হয় এবং কেপিলারির ভিতর দিয়ে যেতে বাধা দান করে। ফলে টিস্যুতে অক্সিজেন ডেলিভারি কম হয়।
দরজা খোলা ও বন্ধ করার কারনে যে তাপমাত্রার তারতম্য হয় তা Humidity কে বৃদ্ধি করে দেয়। এই ধরনের ফ্রিজে এটি নিয়ন্ত্রণ করার মত কোনও ব্যবস্থা থাকেনা বলে ইনফেকশান বৃদ্ধির সুযোগ তৈরি করে ব্লাড ব্যাগের।
অপরদিকে ব্লাড ব্যাগের জন্য যে ফ্রিজ তৈরি করা হয় WHO, AABB নির্দেশনা অনুযায়ী তাতে forced-air circulation (fans and ventilators) থাকে ফলে ফ্রিজের দরজা খুললেও বাইরের তাপমাত্রা ভিতরের তাপমাত্রাকে প্রভাবিত করতে পারেনা। এতে এলারম সিস্টেম থাকে ফলে এলারম বাজিয়ে সতর্ক করে দেয় যখন তাপমাত্রার তারতম্য ঘটা শুরু হয়। এর ভিতরে যে dehumidifier থাকে সেটি প্রয়জনের সময়ে দ্রুত কাজ শুরু করে ফলে জটিলতা তৈরি সুযোগ থাকেনা। এছাড়া এতে Anti-Condensation Heaters থাকে যা কোনও Droplet জমতে দেয়না ফলে ফাঙ্গাস ইনফেকশান জাতিয় কিছু তৈরির সুযোগ থাকেনা। যার কোনটিই Domestic/Kitchen ফ্রিজ থাকেনা।
আরও বেশ কিছু জিনিষ রয়েছে যার কারনে ব্লাড ব্যাগ Domestic/Kitchen ফ্রিজে রাখার কোনও অনুমতি নেই সারা বিশ্বে। আমাদের দেশের কোনও কোম্পানি এটি এখন পর্যন্ত প্রস্তুত করে বলে জানা নেই। আবার বিদেশ থেকে যেসকল ফ্রিজ আসে তাতে শতাংশের উপরে ট্যাক্স প্রদান করতে হয় বলে দাম অনেক পরে যায় (যতটুকু তথ্য পাওয়া যায় তার আলোকে বলা)। অনেকেই বাধ্য হয়ে Domestic/Kitchen ফ্রিজ ব্যবহার করেন, কিন্তু তাতে রোগীর ক্ষতির ঝুঁকি থাকে সমূহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *